হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরান ইসলামী বিপ্লবের পর মহান আল্লাহর অপার করুণায় ওয়ালী -ই ফকীহের যোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনায় এবং বিপ্লবী রক্ষীবাহিনীর মতো ত্যাগী বীর যোদ্ধা ও মুজাহিদদের অক্লান্ত , নিরলস ও নিরবচ্ছিন্ন চেষ্টা - প্রচেষ্টা ও কৃচ্ছ সাধনার ফলে শত্রুকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করেছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশের দেশসমূহ আক্রমণ করে দখল করে নেয় অথচ বহুবার আক্রমণের হুমকি দিয়েও আজ পর্যন্ত ইরান আক্রমণ করে নি ।
কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও তা নিজের ইচ্ছায় শেষ করতে পারবে না এবং দীর্ঘ মেয়াদি যুদ্ধ করা ও তা চালিয়ে যাওয়ার সামর্থ্যও যুক্তরাষ্ট্রের নেই । আর এ বাস্তবতা মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ভালো ভাবেই জানে ও বোঝে।
মুহাম্মদ মুনীর হুসাইন খান